ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৫৮ বোতল বিদেশী মদ সহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) উপজেলার সাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রবিউল কসবা উপজেলার কায়েমপুর ইউপি’র জাজিসার গ্রামের পূর্ব পাড়া ২ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় থানার এসআই সুজন চন্দ্র মজুমদারসহ পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় অভিযানে সাহাপুর এলাকা থেকে ৫৮ বোতল বিদেশী মদসহ রবিউল ইসলাম কে আটক করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/ এস এইচ