জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসব দেখতে আসা বহিরাগত আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ নামের যুবক নওয়াব ফয়জুন্নেসা হলের ৩য় তলায় তার বান্ধবীর কক্ষ থেকে আটক হয়েছেন। হলের সচেতন শিক্ষার্থী ও প্রশাসনের তৎপরতায় তাকে আটক করা হয়। এই ঘটনায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত ছাত্রীকে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বিএ ম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী আশ্রাফুল আলম পারভেজ নামের এক যুবককে রাতে নিজের কক্ষে নিয়ে যাওয়ায় ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবককে ইতোমধ্যে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে। এছাড়া, হলের অভিযুক্ত নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। তাকে সেইফটির জন্য পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বার্তাবাজার/এস এইচ