শনিবার মধ্যে রাতে যৌথবাহিনীর অভিযানে কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে থেকে বিপুল পরিমাণ অর্থ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় রোববার সন্ধ্যায় তাকে দলিয় পদ থেকে বহিষ্কার করেছে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা কর্মীরা।

তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা বিএনপির সদস্যসচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে লিয়াকতের বাড়ি থেকে টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটক করার বিষয়ে জানতে চাইলে শহীদ সরকার মঙ্গল জানান, যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয়, তবে লিয়াকতকে বহিষ্কার করা হবে।

উল্লেখ, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়। এবিষয়ে, দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ