নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহেরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) নীলফামারী জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ডালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মো. ইলিয়াস হোসেন (৪০) দাতব্য সংস্থার সহায়তায় স্থানীয়ভাবে তৈরি ঝালমুড়ি, বাদাম, ছোলা ও সিঙ্গারা উপজেলার শুটিবাড়ী বাজারের  বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ঘটনার দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তার দোকান থেকে এক চোর ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চোরকে ধরে ফেলা হয়। চোরের কাছ থেকে ব্যাটারি উদ্ধার করে দোকানদার ইলিয়াস। তবে চোরের কাছে থাকা একটি বস্তা স্থানীয় আব্দুল আজিজের কাছে জমা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত আবু তাহের ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মেরে ইলিয়াসের গায়ে তেল ফেলে দেন। এতে ইলিয়াসের মুখ, হাত, বাহু ও পায়ে গরম তেল পরে পুড়ে যায়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিমলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা যুবদল জানিয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্ম বা কার্যকলাপের দায় সংগঠন বহন করবে না। একইসঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ