ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমান মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে।রোববার (১৯শে জানুয়ারি) সকাল থেকে দিনভর আলাদা অভিযানে এদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার রিফাত আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ১ টা হতে দুপুর ১২ পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিন জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলা সদরের মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং ঘুইংগারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হকসি্ট্রক, ১ টি খুর, ২ টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫ টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২ টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ৪ লক্ষ ৬২ হাজার টাকাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মোঃ লিটন (৫২), মোঃ মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০) সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এস এইচ