বান্দরবানের আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের তারাবুনিয়ায় ডাম্পার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাতক ডাম্পারটি আটক করলেও চালক পালিয়ে যায়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সড়কের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, আলীকদমের নাছির চেয়ারম্যান পাড়ার মাশুক আহমদের ছেলে মো. বেলাল (৩০), বাজার পাড়ার মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮) ও স্থানীয় মনু মিস্ত্রি কলোনীতে বসবাসরত রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আকব্বর (৪৫)। দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ৩জনের লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোটর সাইকেলযোগে চালক ও দুই যাত্রীসহ মোট তিনজন চকরিয়া থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্বারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন আরোহী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।
এদিকে নিহত ৩জন পরিবারকে দাফন-কাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আলম মুমিন। ঘটনার সত্যাতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম থানার এসআই মো. শাকিল জানান, ৩ জনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে এবং একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
বার্তাবাজার/এস এইচ