বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্টগানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

শনিবার বিকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ বাজারে ওই আওয়ামী লীগ নেতা আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এ সময় এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগী একরামুল হক রাজিব।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় তার ছেলে আবু মাতলুব ও সহযোগী একরামুল হক রাজিবকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরপূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ