পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রীতি সমারোহ” অনুষ্ঠিত।
শুক্রবার (১৭ জানুয়ারী) শেষ বিকেলে রাখাইন মহিলা মার্কেট থেকে এক সম্প্রীতি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্বপাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মঞ্চ স্কয়ারে গিয়ে শেষ হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের ডিসি পার্ক সংলঙ্গে ফানুস উড়িয়ে। পরে সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে “সম্প্রীতি সমারোহ” অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ,রাখাইন বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামিম আকতার।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা রয়েছে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের চিন্তার নতুন খোঁড়াক যোগায়। আমরা বর্তমানে দেশের একটি সংকটময় সময় পার করছি।
বার্তাবাজার/এস এইচ