সম্প্রতি ঢাকা সিটির চিফ হিট অফিসারকে (সিএইচও) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরোদ্দে।
গত শনিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার মন্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে বিতর্কিত মন্তব্যের জন্য অনলাইন ও অফলাইনে তোপের মুখে পড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা বলছেন, ঢাকা সিটির জন্য নিয়োগকৃত চিফ হিট অফিসারকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে তার কাছ থেকে এ ধরনের মন্তব্য মানুষ আশা করেন না।
হিট অফিসার একজন নারী বলেই এ ধরনের মন্তব্য করতে পেরেছেন মির্জা ফখরুল, এমনটাই মনে করে সাধারণ মানুষ।
দেশের অর্থনীতিকে সচল রাখতে নারীরা বড় ভূমিকা রাখছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা প্রশ তুলেছেন- সব কর্মজীবী নারীর বিষয়েই কি এমন মনোভাব পোষণ করেন বিএনপির মহাসচিব? বিএনপি ক্ষমতায় এলে এমন নেতৃত্বের দ্বারা কি নারীদের সম্মান রক্ষা করা সম্ভব হবে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওই অনুষ্ঠানে বলেন, ‘বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, চাকরিটার নাম হিট অফিসার। আমরাতো এখন হিটেড হয়ে গেলাম।’
সম্প্রতি ঢাকা সিটির চিফ হিট অফিসার (সিএইচও) হিসেবে নিয়োগ পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়। অনেকেই মনে করেন, বুশরাকে উত্তর সিটি করপোরেশন নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে। এ কারণে মেয়রের বিরুদ্ধে স্বজনপ্রীতিরও প্রশ্ন তোলা হয়।
তবে, উত্তর সিটি করপোরেশনের পক্ষ জানানো হয়, সিটি করপোরেশন কাউকে নিয়োগ দেয়নি। কোনো ধরনের সুযোগ-সুবিধাও তাকে দেয়া হবে না। করপোরেশন নগরীর তাপমাত্রা কমাতে সেই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে।
বার্তা বাজার/জে আই