মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত আহাদ বিশ্বাস ও সুমন শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন নবাগত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা সদরের ব্যাপারীপাড়ায় আহাদ বিশ্বাসের বাড়ি এবং বালিদিয়া গ্রামে সুমন শেখের বাড়িতে গিয়ে দুটি শহীদ পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের ফল উপহার হিসেবে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের সার্বিক খোজ খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ ক্রীড়া ব্যাক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) আব্দুল হান্নান,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: জহির রায়হান প্রমুখ।

উল্লেখ্য,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মহম্মদপুর থানা ভবনের অদূরে গুলিতে নিহত হন আহাদ এবং সুমন। নিহতের মধ্যে আহাদের বাড়ি উপজেলা সদরের ব্যাপারীপাড়ায় ও সুমন শেখের বাড়ি উপজেলার বালিদিয়া এলাকায়।

 

বার্তাবাজার/এস এইচ