জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক নাইমুর রহমান কৌশিক ও যোবায়ের আল মাহমুদ এবং কমিটির সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক নাইমুর রহমান কৌশিক ও যোবায়ের আল মাহমুদ এবং সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
বার্তাবাজার/এস এইচ