কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রাগপুর-ভেড়ামারা আঞ্চলিক মহাসড়কের বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভেড়ামারা মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, সোহাগ হোসেন তার মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানিয়েছেন, “বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

বার্তাবাজার/এস এইচ