রাজধানীর তুরাগ পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী ইমরান হোসেন ওরফে সুলতান (৩৫) ও তার আরেক সহযোগী মো. সাজু মিয়া (২২) কে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে উত্তরা দিয়াবাড়ি ১৮ নম্বর সেক্টর পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাৎ খান সাংবাদিকদের বলেন, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ সুলতান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুলতানের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থাকাকালীন তুরাগ থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সুলতান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। পরে সে আত্মগোপনে চলে যায়।
বার্তাবাজার/এস এইচ