নিরাপত্তাকর্মীদের উদাসীনতায় রাতে অরক্ষিত থাকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ক্যাম্পাস। গত তিন মাসে বেশ কয়েকটি চুরি ঘটনায় তাদের সতর্ক করলেও ডিউটিতে তাদের কোন পরিবর্তন আসেনি। ফলে দুর্বল হয়ে পরেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা।
অভিযোগ রয়েছে, রাত ১২টার পর নিরাপত্তাকর্মীরা দায়িত্বস্থল ত্যাগ করেন এবং ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ঘুমান। নিজেদের সুবিধামতো কেউ হলের ডইনিংয়ে, কেউ একাডেমিক ভবনের রমে, কেউবা প্রশাসনিক ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। আবার পাহারাস্থলেই ঘুমিয়ে পড়েন কেউ কেউ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, একাডেমিক ভবন ও ছাত্রী হলসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
সরেজমিনে অনুসন্ধান করে ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট ও একাডেমিক ভবনে কোনো নিরাপত্তাকর্মী পাওয়া যায়নি। ছাত্রী হলের এক কর্মী লেপ গায়ে দিয়ে শুয়ে ছিলেন, আর ছাত্র হলের নিরাপত্তাকর্মী হলের ডাইনিংয়ের ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
গত তিন মাসে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ে বেড়েছে চুরির ঘটনা। একাডেমিক ভবন থেকে দুটি বিভাগে তিন দফায় চারটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। সিএসই বিভাগের এক শিক্ষার্থী দুর্জয় বলেন, “নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনের এই অবহেলা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।” এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, “নিরাপত্তাকর্মীদের রাতে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকার বিষয়টি আমরা সিসিটিভিতে দেখেছি। সমস্যাটি সমাধানে কাজ শুরু করেছি।”
নিরাপত্তাব্যবস্থার এই উদাসীনতা ক্যাম্পাসে আরও বড় ঘটনার আশঙ্কা তৈরি করেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে পারবে বলে প্রত্যাশা সবার।
বার্তাবাজার/এস এইচ