পাবনার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় আ.লীগের অতর্কিত হামলায় ৭জন বিএনপি কর্মী আহত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা দোগাছি ইউনিয়নে বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোগাছি ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা রেজাউল ও রতন মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ২০/২৫ জন এই হামলা চালায়। আহতদের স্থানীয়রা পাবনা চ্যানেল হাসপাতালে ভর্তি করে। আহত’রা হলেন দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি লাল হোসেন ( ৫০), ০২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক শেখ সকিব উদ্দিন ( ৫৫), তারেক জিয়া পরিষদের যুগ্নআহবায়ক হাসান হোসেন (৩৬), দোগাছি ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য রওশন আলী (৩২), পৌর বিএনপির সাবেক সদস্য রানা হোসেন(৪০), হাসান (৪৫), ও রাকিব(২২)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সন্ধ্যায় বাংলা বাজারস্থ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

বার্তাবাজার/এস এইচ