ধর্মীয় উষ্কানী ছড়াতে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর তারকাটার বেড়া নির্মানের পর তারের সাথে খালি মদের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ।

বুধবার ১৫ জানুয়ারী বিকেলে ভারতীয় রক্ষা বাহিনীর সদস্য বিএসএফের কয়েকজন জওয়ান এসে খালি মদের বোতল ঝুলিয়ে দেয়। কিছু বোতলে ৫০ থেকে ১০০ মিলিলিটার মদও রয়েছে। কদিন আগে শূন্যরেখা বরাবর নির্মিত তারকাটার বেরার তারের সাথে বোতল গুলি ঝুলিয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে মদের বোতল ঝুলিয়ে দিয়ে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেস্ট চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারতের এটি কেমন আচরণ সেটি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

মদের বোতল ঝুলিয়ে দেয়ার সময় বিজিবির টহল দলের সদস্য দেখলেও কোন প্রতিবাদ করেনি। ইসলামি শরীয়া অনুযায়ী হারাম এসব উপকরণ দিয়ে দেশের অস্থিতিশীল তৈরির অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য গত ১০ই জানুয়ারি দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় দেড় কিলোমিটার পর্যন্ত শূন্য রেখা বরাবর অ্যাঙ্গেলের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। এরপর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল এরপর নতুন করে এমন ঘটনা ঘটলো।

 

বার্তাবাজার/এস এইচ