ঝিনাইদহ সদরের দুর্গাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নজরুল জোয়ারদারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার দুর্গাপুর গ্রামে মাঠের প্রায় দুই একর জমি দীর্ঘ বছর ধরে চাষাবাদ করতো রানা জোয়ারদার ও তার চাচা নাসির জোয়ারদার। এই জমি নিজের পৈত্রিক বলে দাবি করতো লালটু জোয়ারদার। জমি নিজের দাবি করে সরিষা বুনে রাখে লালটু। পরে সকালে ধান লাগানোর জন্য সেই জমি চাষ দিতে যায় রানা জোয়ারদার ও তার চাচা নাসির জোয়ারদার। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে তা ঠেকাতে যায় প্রতিবেশী নজরুল জোয়ারদার। এতে ক্ষিপ্ত হয়ে নাসিরের লোকজন নজরুল জোয়ারদারকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সেসময় লালটু জোয়ারদারের লোকজন আবার নাসিরের প্রতিবেশী আনজুয়ারা নামের এক নারীকে মারপিট করে।
বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা ছিল। আরএস রেকর্ডে জমিটি লালটুর বলে রেকর্ড হয়। কিন্তু জমিটি লালটুর পিতার কাছ থেকে রানা জোয়ারদাররা কিনেছিল বলে কাগজপত্র সহ আদালতে মামলা করে।মামলায় রানা জোয়ারদার ও তার চাচা জমিটি নিজের বলে রায় পায়। এই জমির মালিকানা নিয়েই বিরোধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া সুলতানা মল্লিকা বলেন, নজরুল জোয়ারদারকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার মাথার আঘাত খুব গুরুতর না।
বার্তাবাজার/এস এইচ