আইনশৃংখলা বাহিনীর হাতে বহুবার আটককৃত মেঘনার চিহ্নিত জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর রামমোহনের কৃষকদের মারধোর ও তাদের জিনিসপত্র লুটপাট করে চর দখলের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে ।
গতকাল বুধবার সরজমিনে, ঐ চরে গেলে কৃষক নুরুল ইসলাম, বাবুল, হেলালসহ অনেকে অভিযোগ করেন গত সোমবার আলতু মাতাব্বর ও তার জামাতা জাহাঙ্গিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরে এসে কৃষকদের উপর হামলা মারধোর করে তাদের মোবাইল ফোনসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে য়ায় । এরপর তাদেরকে চর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় । চর ছেড়ে চলে না গেলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয় ।
কৃষক নুরুল ইসলাম, বাবুল জানায় এই চরের জমির মালিক রাজাপুরের মরহুম মোফাজ্জল চৌধুরীর উত্তরসূরীরা । তাদের চাষা হিসেবে তারা এখানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন । এই চরে তাদের বাপ চাচারা প্রায় ৩০ বছর যাবত চাষাবাদ করে আসছেন কোন সমস্যা হয়নি । গত বছর আওয়ামীলীগের সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিজান খান এখানে আলতু মাতাব্বরের জামাতা জাহাঙ্গীরকে কয়েকশত মহিষ নিয়ে এই চরে প্রবেশ করায় । এরপর থেকেই আস্তে আস্তে ঝামেলা শুরু । গত ৫ আগষ্ট সরকার পতনের পর জাহাঙ্গীর চর থেকে পালিয়ে গা ঢাকা দেয় । হঠাত করে গত সোমবার আলতু মাতাব্বর ও তার জামাতা জাহাঙ্গিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরে এসে কৃষকদের উপর হামলা মারধোর করে তাদের মোবাইল ফোনসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে য়ায়। তাদের হামলায় চরের ৭/৮ জন কৃষক গুরুতর আহত হয় বলে জানা গেছে ।
কৃষকদের হামলার পর তাদেরকে চর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় । চর ছেড়ে চলে না গেলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয় । সকলের প্রশ্ন হঠাৎ করে চরে কৃষকদের উপর মেঘনার চিহ্নিত জলদস্যু আলতু মাতাব্বরের নেতৃত্বে হামলার পিছনে তার শক্তির উৎস কি ? এ ব্যাপারে আলতু মাতাব্বরের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । চরের কৃষকরা দাবী করছন পুলিশ প্রশাসনের লোকজন যেন সরজমিনে পরিদর্শন করে কৃষকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয় ।
রাজাপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা নন্দ লাল জানান, চর রামমোহন ভোলা লক্ষীপুর সীমান্তবর্তী ভোলা জেলার মধ্যের ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডিয় সম্পত্তি । মেঘনায় ভেঙে যাওয়ার পর এখন ডুবোচর । জোয়ারে ডুবে ভাটায় ভেসে উঠে। ভোলা মডেল থানার ওসি মো: হাচনাইন পারভেজ জানান, চর রামমোহনে কৃষকদের উপর হামলা মারধোর বা লুটপাটের অভিযোগে থানায় কেউ অভিযোগ করেনি । অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
বার্তাবাজার/এস এইচ