নতুন বছরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলো নতুন উদ্যমে পরিকল্পনা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশ, নেতৃত্ব, দলগত দক্ষতা উন্নয়ন, পেশাগত উন্নতি ও সমাজসেবায় অবদান রাখার লক্ষ্যে এই ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নতুন বছরে ক্লাবগুলোর উদ্দেশ্য, বিকাশ, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন ক্লাব ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। বিভিন্ন ক্লাব ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন বার্তা বাজার এর প্রতিবেদক মোঃ রাকিবুল ইসলাম।

ভবিষ্যতের নেতৃত্ব গড়ার প্রত্যয়

“নতুন বছরে আমাদের প্রত্যাশা ও স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম আবারও উদ্যমী। আমরা একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়—আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা। নতুন বছরে ক্লাবের সদস্যদের ক্যারিয়ার গঠনের জন্য নিয়মিত কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করছে। অর্থনীতির গবেষণা ও উদ্ভাবনী চিন্তা থেকে ক্লাবটি “স্টুডেন্ট রিসার্চ প্ল্যাটফর্ম” চালু করবে, যেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকাশ এবং উপস্থাপন করার সুযোগ পাবে। দেশে ও দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিআইইউ এবং ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম এর সুনাম ছড়িয়ে দিতে আমরা বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলন, প্রতিযোগিতা এবং নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণের ব্যবস্থা করব। ক্লাব শুধু সদস্যদের উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা চাই সমাজের উন্নয়নেও অবদান রাখতে।”

মো. মেহেদী হাসান
সভাপতি
ডিআইইউ ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম

শিক্ষার্থীদের আস্থা
“ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব নিয়ে নতুন বছরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ক্যারিয়ার ক্লাবের অগ্রগতি দিনে দিনে অনেক ভালোর দিকে যাচ্ছে। ক্যারিয়ার ডেবেলপমেন্ট ক্লাবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ক্যারিয়ারকে উন্নতি করা, তারা কিভাবে লেখাপড়ার পাশাপাশি নিজেকে যেকোনো যায়গার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেটার গাইডলাইন ও বিভিন্ন ধরনের সাহায্য করা হবে ক্লাবের পক্ষ থেকে।
এই ক্লাবের পরিকল্পনা ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা ক্লাবে পরিনত করার জন্য সবধরনের কার্যক্রম করা হবে। এই ক্লাব হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের আস্থার জায়গা। আমরা আশা করছি নতুন বছরে আমাদের ক্লাবের কার্যক্রম অনেক ইউনিক হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাব থেকে।”

মো. কাওছার আকন
আহ্বায়ক
ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব

মানবিক মূল্যবোধের চর্চা
“একটি সংগঠন হল একাধিক বন্ধুর একটি সংস্থা। যেখানে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকার স্বীকার করেন বন্ধুরা। সবার ক্ষুদ্র সামর্থ্যকে কাজে লাগিয়ে সমাজ ও মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ডিআইইউ প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার প্রতিটি কার্যক্রমে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ছাপ দেখতে পাই আমরা প্রতিনিয়ত। সংগঠনের সাফল্য নির্ভর করে নেতৃত্বের গুণমান এবং সৃষ্টিশীল চিন্তার ওপর। সর্বদা আমরা মনে করি বন্ধুসভা একটি পরিবারের মতো। এখানে আমরা একে অপরের পাশে থাকি, একে অপরকে সমর্থন করি। ডিআইইউ প্রথম আলো বন্ধুসভা নতুন বছরে কার্যনির্বাহী কমিটি নতুন উদ্যোগে, নতুন চিন্তায় এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে ভবিষ্যতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তাহেরা ইসলাম তনিমা
সহ-সভাপতি
ডিআইইউ প্রথম আলো বন্ধুসভা

একত্রিত প্রচেষ্টার প্রতীক
“নতুন বছরে ইতিমধ্যেই অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং অনেক কিছু সাফল্যের সাথে সম্পূর্ণ করেছি। যেটার ধারা অব্যাহত থাকবে। প্রতিবছরই যুগের সাথে ধারাবাহিকভাবে পরিকল্পনা করি, যেখান থেকে সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্লাবের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীদের গুনগত মানের উন্নতি হয়। এবং শিক্ষা প্রতিষ্ঠান শেষে কর্মজীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকে।”

সাদেকুল খন্দকার সেতু
সভাপতি
ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব

গৌরবের ধারাবাহিকতা
“ডিআইইউ কালচারাল ক্লাব এক প্রত্যয় নিয়ে গর্বের সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের ক্লাব আমাদের বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিচয় করিয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে থাকে। সেই সুবাদে বিভিন্ন আন্ত-বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব অংশগ্রহণ করে গৌরবময় সাফল্য অর্জন করেছে। এই ধারা আমরা এই নতুন বছরেও বজায় রাখতে সচেষ্ট। তাছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবে অত্র বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি সাংস্কৃতিক দক্ষতা বাড়াতে চায় তাহলে তাদের এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত ওয়ার্কসপের আয়োজন করা। নতুন বছরে আমাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে স্বনামধন্য তারকাদের বিশ্ববিদ্যালয়ে এনে আমাদের ক্লাবের মেম্বারদের দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজন করা যাতে করে আমাদের সদস্যদের মনোবল আরোও বৃদ্ধি পাবে।”

সিয়াম আহমেদ
আহ্বায়ক
ডিআইইউ কালচারাল ক্লাব

 

বার্তাবাজার/এস এইচ