চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জাহিদ হোসেন মুন্না (২৮) নামের এক যুবদল কর্মী নিহত হন। সেই সঙ্গে আরও ১০ জন আহত হয়েছেন। এদিকে আহতদের মধ্যে শাকিল নামে এক যুবদল কর্মীর অবস্থা আশংকাজনক।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় মিরসরাই পৌর সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, উভয় গ্রুপ চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় মিরসরাই স্টেডিয়ামে বানিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের সমর্থক ও পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হোসাইনের সমর্থকরা তর্কবিতর্কের জড়ালে বিএনপির সদস্য সচিব জাহিদের কর্মীদের হাতে কামরুলের এক অনুসারী আহত হন। এ ঘটনার রেশ ধরে রাত সাড়ে ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রীজের নিচে কামরুলের অনুসারীরা জাহিদের অনুসারীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে জাহিদের বাড়িতেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেনের সমর্থক জাহিদ হোসাইন মুন্না (২২) সহ ১০/১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল, মাতৃকা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালে ভর্তি করা হয়।
মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাত আহত জাহিদ হোসেন মুন্না (২৮) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাহিদ হোসেন মুন্না (২২) মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড দক্ষিন গোভানিয়া নুর আলমের বাড়ির আব্দুল মন্নান প্রঃ আব্দুল মোতালেব প্রঃ মীর হোসেন ও রাশেদা বেগমের পুত্র।
এদিকে আহতদের অন্যান্যদের মধ্যে আসিফ (২৬) ইয়াসিন আরাফাত (২৭) বাবু (৩৫) ও রাশেদের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে চলে যান। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, ‘মুন্না নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। শাকিল নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে৷’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মিরসরাই স্টেডিয়ামে মাসব্যাপী মেলা চলছে। মানুষের মধ্যে মেলা সম্পর্কে বিতর্ক ছিলো। তবুও জেলা প্রশাসন মেলার অনুমতি দেওয়ায় পুলিশ নিরাপত্তা দিয়ে আসছিলো। গতকাল মেলা থেকে কথা কাটাকাটির পর মহাসড়কে এসে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। একজন নিহত হয়েছেন। পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে। এখনো কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি।