ববি হাজ্জাজ সরকারের টাকা খেয়েছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন। রবিবার (৯ জুলাই) রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মীয় উসকানি তৈরির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এর জের ধরে কথা বলেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন। তিনি রবিবার (৯ জুলাই) রাতে বলেন, ববি হাজ্জাজ এজেন্সির টাকা খেয়ে এসব করছে। তার কোনও সাংগঠনিক কাঠামো নেই, কোথাও কমিটি নেই, কোথাও সমাবেশ, মানববন্ধন নেই। সে বিরোধীদল দাবি করে, অথচ সরকারি দলের চাইতেও বড় সরকারি দল তারা। তার আত্মীয়স্বজন অনেকে আওয়ামী লীগের রাজনীতি করে।

ববি হাজ্জারের বাবাও (প্রিন্স মুসা) অর্থ পাচার ও কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, তার বাবার বিরুদ্ধেও তো অর্থ পাচারের অভিযোগ আছে বলে শোনা যায়। আর সে (ববি হাজ্জাজ) একটি দোকান খুলে বসেছে। এত দোকানে তো আমরা কাস্টেমর দেখি না। সে একাই চিল্লায়, তার সঙ্গে চার-পাঁচ জন আছে। তারা তো আমাদের নানান প্রোগ্রামে দাওয়াত দিয়েছে। আমাদের প্রোগামেও এসেছে। হঠাৎ করে আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে। নিশ্চিতভাবে বলতে পারি সরকার তাদের নাড়াচাড়া করাচ্ছে।

উল্লেখ্য, চিঠিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, ‘বাংলাদেশের সঙ্গে কূটনীতিক সম্পর্কবিহীন একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে প্রকাশ্য বা গোপন যোগাযোগকে আমরা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করি এবং নুরুল হক নুর একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় মুসলমানদের শত্রু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টাকে আমরা ধর্মীর উসকানি মনে করি এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসাবে আখারিত করছি’।

বার্তা বাজার/জে আই