ময়মনসিংহ ফুলপুরে পারিবারিক কলহের জেরে ডাবল হত্যা মামলার প্রধান আসামি সোহাগের পরকীয়া প্রেমিকা আকলিমা আক্তারকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।এর আগে মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।সে কারাগারে আছে।
সোমবার ১২ জানুয়ারী বওলা এলাকায় অভিযান চালিয়ে বাজারের সংলগ্ন আকলিমার স্বামী সিরাজুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকলিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে বওলা এলাকার মৃত হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া ও ঐকি গ্রামের জৈনউদ্দিন মিয়ার মেয়ের নাজমা খাতুনের এক যুগের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে ছিল ঘটনার কিছুদিন আগে স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে সোহাগের কলহ চলছিল। গত বছরের ২০ জুলাই ঘরে ট্যাবলেট খেয়ে তাদের মেয়ে সুরাইয়া (১১)ও সুমাইয়া (৯) অসুস্থ হয়।সোহাগ তার দুই মেয়েকে ফুলপুর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরে মমেক হাসপাতালে অপরজনের মৃত্যু হয়।এ ঘটনায় নাজমা খাতুন বাদী হয়ে স্বামী সোহাগ মিয়া ও পরকীয়া প্রেমিকা আকলিমা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বার্তাবাজার/এস এইচ