নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “কুরআনুল কারীমের শাসনব্যবস্থা কায়েম ছাড়া বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে সুসংগঠিত করতে চাইলে কুরআনের শাসনের মাধ্যমে তা সুসংহত করতে হবে। তবে, কুরআনের শাসনব্যবস্থা যেন বাংলাদেশে কায়েম না হয়, সে জন্য ১১ জন জামায়াত নেতাকে শহীদ করা হয়েছে এবং লাখ লাখ মানুষকে কারাগারে বন্দি করা হয়েছে।”

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডিমলায় ঢাকাস্থ ডিমলা ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “আজকের এই কম্বল কোনো দয়া নয়, এটি আপনাদের অধিকার। আমরা দয়া করতে আসিনি, বরং ভাই হিসেবে শীতার্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি। জামায়াত ও ছাত্রশিবির ক্ষমতায় না গিয়েও শীতবস্ত্র বিতরণ করছে। ইনশাআল্লাহ, একদিন ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় বিশেষ দূতের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির প্রভাষক কাজী হাবিবুর রহমান, ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা রুকনুজ্জামান বকুলসহ আরও অনেকে।

 

বার্তাবাজার/এস এইচ