নরসিংদীর শিবপুরে কলেজ ছাত্র নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (৯ জুলাই) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলো তাতারকান্দি এলাকার কাউসার মিয়ার ছেলে তুহিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে ইয়াসিন।
এর আগে আজ রবিবার দুপুরে উপজেলার বন্যার বাজার তাতারকান্দী এলাকায় কলেজ ছাত্র নাহিদকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে ও ডোবার পানিতে ডুবিয়ে হত্যা করা হয়।
নিহত কলেজ ছাত্র উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের একজন অনিয়মিত শিক্ষার্থী।
পুলিশ জানায়, কিছুদিন আগে ওই এলাকায় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওই ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নাহিদ ও তার সহযোগীদের সাথে তাতারকান্দি এলাকার দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, ইয়াসিন, নাজমুলসহ বেশ কয়েকজন তরুনের ঝগড়া বিবাদ ও এক পর্যায়ে মারামরি বেধে যায়। পরে রবিবার নাহিদকে একা পেয়ে ওই তরুনেরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং পাশের ডোবার পানিতে ডুবিয়ে তাকে হত্যা করে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তুহিন ও ইয়াসিন নামে দুই তরুনকে গ্রেফতার করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানায়, ঘটনার পরপর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে দুই তরুনকে গ্রেফতার করেছে।
বার্তা বাজার/জে আই