রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মূল লক্ষ্য বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আজ রবিবার (১২ জানুয়ারি) বিকেলে ভাষানটেক থানা বিএনপি কর্তৃক আয়োজিত ৩১ দফা দাবী বাস্তবায়ন শীর্ষক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
ভাষানটে থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল কাদেরের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা ভিত্তিক এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদী আমিন। তিনি তার বক্তব্যে ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছারাও প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে দল-মত জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটও স্বাধীন সর্বভৌম সুন্দর স্বচ্ছতা, জবাবদিহিতামূলক এবং উন্নয়নশীল রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানান। তিনি আরও বলেন, এমন একটি দেশের প্রত্যাশা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাই তার নির্দেশেই আমরা সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আশা করব আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের সেই লক্ষ্য আরো একধাপ এগিয়ে যাব। আপনারা যে যেখানেই আছেন মাঠে-ঘাটে পথে প্রান্তরে সেখানেই রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা নিয়ে আলোচনা করবেন। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং ক্ষমতায়নে বিশ্বাসী। তাই আমরা চাই দেশের মানুষ জানুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি চায়?
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এস এইচ