ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আশরাফ উদ্দীন তারা, ইকবাল হোসেন চুন্নু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন ফকির, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হাচান শিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা ও মো. ইয়াসিন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মো. নুর নবী মিয়াকে সভাপতি, মো. দাউদ শেখকে সাধারণ সম্পাদক ও মো. শাহাজাহান মোল্যাকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
বার্তা বাজার/জে আই