ফেনীর সদর মডেল থানার অপহরণ মামলার পলাতক আসামী আমির হোসেন প্রকাশ সুমন’কে ছাগলনাইয়া থানাধীন জঙ্গলমিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

রোববার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম। তিনি জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানা মামলা নং-৪৭, তারিখ ২৬ এপ্রিল ২০২৪ইং ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৭/৩০ মামলার এজাহার নামীয় পলাতক আসামী আমির হোসেন প্রকাশ সুমন ছাগলনাইয়া থানাধীন জঙ্গলমিয়া রাস্তার মাথা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১২ জানুয়ারি ২০২৫ইং তারিখ রাত ৮.২] মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালকা করে আসামী আমির হোসেন প্রকাশ সুমন (২৬), পিতা-আবদুল মনাফ, সাং-মালিপুর, থানা- ফেনী সদর, জেলা-ফেনী থেকে  আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে মামলার রুজু হওয়ার পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী সদর মডেল পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ