রাঙ্গাবালীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ হওয়া সত্য হাওলাদার (৩৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চর বাংলা এলাকা সংলগ্ন বুড়ো গৌড়াঙ্গ নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সত্য হাওলাদার গলাচিপা উপজেলার শুভাষ হাওলাদারের ছেলে। ডুবে যাওয়া “বন্ধু পরিবহন” নামের ট্রলারটির যৌথ মালিক ছিলেন সত্য।

ট্রলারটির আরেক মালিক হারুন মাঝি বলেন, জেলেরা একটি লাশ দেখতে পেয়ে আমাদের জানালে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের জানাই। এরপর পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে তারা উদ্ধার করে। ট্রলার এখনো উদ্ধার করা যায়নি।

এব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল বলেন, ট্রলার ডুবির পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ডের রাঙ্গাবালী টিম নদীতে অভিযান চালায়। পরে খবর পাই জেলেরা ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা সত্যের মরদেহ উদ্ধার করেছে।

উল্লেখ্যঃ গত শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে গলাচিপা থেকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের চরআন্ডাগামী যাত্রীবাহী ট্রলার “বন্ধু পরিবহন” বুড়াগৌরাঙ্গ নদীর বৈঠা ভাঙ্গা পয়েন্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ জনের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন সত্য।

বার্তা বাজার/জে আই