লালমনিরহাটে বিডিআরগেটে এলাকায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক একর জমি পুনরুদ্ধার করেছে রেলওয়ে কতৃপক্ষ।
রবিবার ১২ জানুয়ারী দুপুরে শহরের বিডিআর গেট এলাকায় দুই ঘন্টা ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে পুলিশ ও সদর থানা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পুনর্বাসনের ব্যবস্থা না করেই কোন নোটিশ ছাড়াই এমন উচ্ছেদ অভিযান করায় আমাদের পরিবার গুলোকে পথে বসিয়ে দেয়া হলো। এমন স্বাধীনতা তো চাইনা।আমার পূর্বপুরুষ গন তো এদেশের স্বাধীনতা এনেছে। তারপরও আজ ওআমরা অসহায় আরেকজন ভুক্তভোগী জানান আগে থেকে কোন নোটিশ না করায় কম সময়ে সকল জিনিস সড়াতে পারিনি এছাড়া এখানে কিছু জিনিস লুটপাট হয়েছে,কিছু বের করতেই পারিনি।
আব্দুর রাজ্জাক, রেলওয়ে সহকারী ভূ সম্পতি কর্মকর্তা জানান,বাংলাদেশ রেলওয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩০ নভেম্বর গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। দোকান মালিকদের মৌখিক ও মাইকিং করে স্থাপনা সড়াতে গত ৭ জানুয়ারি বলা হয়েছিল। তবে সেই সব নির্দেশনা কেউ মানেনি।রেলের জমি অবৈধ দখলমুক্ত রাখতে ধরনের এ ধরনের ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের কতৃপক্ষ।
বার্তাবাজার/এস এইচ