কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (৯ জুলাই) রবিবার মাদক আইনে মামলা দায়ের শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। এর আগে (৮ জুলাই) শনিবার রাত ১০টার দিকে আসামী ফারুক মিয়াকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে আটক করা হয়। এই সময় মাদক পাচার কাজে ব্যবহার করা পিকআপ ভ্যানটিও আটক করে জব্দ করা হয়।

ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণাউড়ি উত্তর পাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে বলেন, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তা বিক্রি করা হয়েছে।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, তাদের একটি আভিযানিক দল গতকাল শনিবার (০৮ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর ভৈরবপ্রান্ত নাটালের মোড় এলকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পিকআপ জব্দ করে। পরে সেটিতে তল্লাশি করে সামনের দুই চাকার মার্ডগার্ডের ভেতর রক্ষিত অবস্থায় কস্টেপ ও পলিথিন মোড়ানো ১০ বান্ডিলে ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ রবিবার (৯ জুলাই) ভৈরব থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী।

বার্তা বাজার/জে আই