পটুয়াখালীতে তিনদফা দাবিতে বিডিআর চাকরিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বেলা এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিডিআরে করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন ব্যাক্তি দায়ী ও নেপথ্যের নায়কদের শাস্তি নিশ্চিত করাসহ যেসকল বিডিআর সদস্যদের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তির দাবি করা হয়। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে ২ এর (ঙ) ধারা বাদ দেয়ার আহবান জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এছাড়া তারা আরো বলেন, বিডিআরের কিছু সৈনিক ট্রেনিংয়ে ছিলো যারা বিডিআর বিদ্রোহের সময় কোন কাজে সরাসরি জড়িত ছিলো না তাদের ও কোন তদন্ত ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে এখন তাদের পরিবারের সদস্যদের চালাতে খুব সমস্যা হচ্ছে। তাই তিনদফা দাবি মেনে না নিলে এর চাইতে বড় আন্দোলনের হুমকি দেন বিডিআর এ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 

বার্তাবাজার/এস এইচ