কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃতরা হলো ভৈরবপুর উত্তরপাড়ার সাজিদ মিয়ার ছেলে জুম্মান মিয়া (২২) ও মৃত খলিলুর রহমানের ছেলে রবিন মিয়া (৩৭)।

লিখিত বক্তব্যে র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার জুয়েল চাকমা,পিপিএম-সেবা সাংবাদিকদের জানান, আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় জানতে পারে ভৈরবপুর এলাকায় ছিনতাই হচ্ছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ২ ছিনতাইকারীকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ২ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ