ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়ার ছকড়িকান্দিতে সড়ক দূর্ঘটনায় আবারো ঝড়লো ২ প্রান। রবিবার বেলা সাড়ে বারোটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবহনের একটি গাড়ি( খুলনা মেট্রো ব ১১-০০৯৪) বোয়ালিয়ার ছকড়িকান্দি নাম স্থানে পৌছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা সুকুজি জিকসারকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের আরোহী ২ জন।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত একজনের বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় তার নাম বাঁধন দাস তিনি সাধন কুমার দাসের ছেলে। nএ ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন জানান, বাস চাপার মোটরসাইকেলের দুইজন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এআইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ