বান্দরবানের আলীকদম দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চালিয়ে নারী শিশুসহ ৫৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে স্থানীয় ৫ নাগরিককেও আটক করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে আলীকদম নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৭ বিজিবির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বুচির মুখ নামক স্থানে পরিচালিত অভিযানে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করা হয়েছে। একইসাথে মানবপাচারের সাথে জড়িত পাঁচজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়। এ সময় একটি ড্রাম ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকল জব্দ করা হয়।
রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আটক পাঁচজন হচ্ছেন আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম খুইল্যা মিয়া পাড়ার মো. আবদুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়াপাড়ার মো. খোরশেদ আলম (৫৭) মৃত আনু মিয়ার ছেলে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা করা হচ্ছে। আটক স্থানীয় বাসিন্দাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
বার্তাবাজার/এস এইচ