কিশোরগঞ্জের ভৈরবে সরকার নিষিদ্ধ ঔষধ বিক্রি করার অপরাধে গ্রীন ফার্মেসীর ৩ হাজার ৭শ ৪০ বক্স ঔষধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরে ওইসব ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

আজ রোববার ( ৯ জুলাই) দুপুরে ভৈরব বাজারে ওই ফার্মেসীতে অভিযান চালায় ভ্র্যাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও ভূমি অফিসে নাজির সালেক রহমানসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা বাহিনী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ঔষধ মানুষের জীবন রক্ষা করে আবার কিছু ভেজাল ঔষধ মানুষের জীবন ধ্বংস করে। তাই সরকার নিষিদ্ধ ঔষধ বিক্রি করায় একটি ফার্মেসীর ঔষধ জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ বলেন,সারা বাংলাদেশে সরকার নিষিদ্ধ ঔষধ, ভেজাল, নকল ও মেয়াদোর্ত্তীণ ভেজাল বিরোধী ঔষধ অপসারণে অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে এই অভিযান অব্যাহত থাকবে বলে।

বার্তা বাজার/জে আই