নরসিংদীর শিবপুরে কিশোরগ্যাংয়ের সদস্যরা কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে। রবিবার (৯ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার বন্যার বাজারের নিকটে এই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার তাতারকান্দি এলাকার আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের জন্য কলেজে যায় নাহিদ। এসময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে । ধাওয়াকারীরা দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে এলোপাতারি কুপিয়ে তাকে হত্যা করে পার্শ্বের ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কিশোরগ্যাং সদস্যদের সাথে নিহত নাহিদের পূর্ব শত্রুতা ছিল বলে তার পরিবারের লোকজন জানান।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে নিহত নাহিদের সাথে কিশোরগ্যাংকের বিরোধ ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/জে আই