ডিভাইস ব্যবহার করে কালোবাজারে টিকেট বিক্রি করার অভিযোগে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ২ জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আটককৃতরা হলো তুহিন (২৭) জগন্নাথপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও জয়নাল (৪৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে ষ্টেশনের প্লাট ফরম থেকে উল্লেখিত ২ জনকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ জানায়, ডিভাইস ব্যবহার করে কালোবাজারে টিকেট বিক্রি করছে এমন অভিযোগে আমরা নজরদারী শুরু করি। তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধায় ষ্টেশনের ২ নং প্লঅট ফরম থেকে উল্লেখিত ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন আন্তনগর ট্রেনের ২৪ আসনের ৭ টি টিকেটসহ আটক করে টিকেটগুলো জব্দ করা হয়।

আটককৃত ১ জনের মোবাইল চেক করে দেখা গেছে তারা মোবাইলে ডিভাইস ব্যবহার করে ফেসবুক হোয়াট্সএ্যাপ মেসেঞ্জার ব্যবহারের মাধ্যমে টিকেট সংগ্রহ ও বিক্রয় করে থাকতো। টিকেট কালোবাজারী তুহিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃত ২ জনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ