জয়পুরহাট সদর উপজেলার ঝাউবাড়ি এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জয়পুরহাট সদর উপজেলার ঝাউবাড়ি এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ২০২৪ সালের ৫ আগস্ট জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৭ দশমিক ৬২ এমএম রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গুলির যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব ।
বার্তাবাজার/এস এইচ