কিশোরগঞ্জে ভৈরবে একটি বেকারিসহ ৪টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটে ঘটেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে আল আমিন বেকারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ।

স্থানীয়রা বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দোকানিরাসহ স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আসতে দেরি হওয়া চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা দাবি করে। স্থানীয়রা আরো বলেন, দিন দিন গ্রামগুলো শহরের পরিবর্তন হচ্ছে। কিন্তু রাস্তাঘাট এখনও চিকন রয়েছে। ফলে ফায়ারসার্ভিস ও প্রশাসনের গাড়িগুলো আসতে পারে না। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ফেরত গিয়ে ছোট গাড়ি কোন রকম বাজারে আসতে পারলেও আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়েছে। এসময় স্থানীয়রা গ্রাম অঞ্চলে ফায়ার স্টেশন করার দাবি জানান।

এ বিষয়ে বেকারি মালিক আল আমিন বলেন, আমার ৩০ জন কর্মচারী রয়েছে। রাতে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসি। আগুনের তীব্রতায় বেকারিতে থাকা কর্মচারীরা তাদের কাপড়চোপড় ও এমনকি তাদের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। বেকারি মালিকের দাবি তার ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া তিনি এই ব্যবসা করতে পারবেন না। বেকারির সাথে কর্মচারীদের না খোয়ে থাকতে হবে। চা দোকানি হানিফ মিয়া বলেন, দাড় দেনা করে চা দোকান চালিয়ে ব্যবসা করতেছি। ঠিক সময়ে ফায়ার সার্ভিস আসলে আমার প্রতিষ্ঠানটি বেঁচে যেতো।

আরেক কীটনাশক দোকানের মালিকের চাচা মেরালি মিয়া বলেন, আমার ভাতিজার ৫ লক্ষ টাকার কীটনাশক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন ঘরে বসে কান্নাকাটি করছে। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মুছা ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাড়ে ১২ টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গ্রাম অঞ্চল ও কুয়াশাচ্ছন্ন এলাকা দিয়ে চিকন রাস্তা দিয়ে যেতে দেরি হয়। সেই সাথে পানি খুঁজে পেতেও বিলম্ব কিছুটা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, বেকারির লাকড়ি শুকানোর জন্য অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়েছে। এতে আগুন চারদিকে দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪/৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ