আজ ১০ জানুয়ারী ২০২৫, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে কমতাপমাত্রা । দেশের শীতপ্রধান এই জনপদে বইতে শুরু করেছে মাঝরি শৈত্যপ্রবাহ। সকাল ও সন্ধায় এই শৈত্যপ্রবাহের প্রভাবে নিম্ন আয়ের মানুষ হারকাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে দুপুর হতেই রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮-১০ কিলোমিটার। এর আগে ৩ জানুয়ারি এবারের মৌসুমে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
আবহাওয়াবিদদের ভাষ্য, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে বলেন, আজ তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে এই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তেঁতুলিয়ার আকাশ মেঘমুক্ত। হিমালয়ের হিমবায়ু সরাসরি তেঁতুলিয়ায় প্রবেশ করায় এখানে রাতভর কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও সকাল সকাল রোদের দেখা মিলেছে। এতে দিনের বেলা রোদ থাকায় দিনভর জনজীবনে কিছুটা স্বস্তি থাকবে।
বার্তাবাজার/এস এইচ