২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মনোনীত হয়েছেন আবু সুফিয়ান। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসাইন রাকিব।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় সাভার উপজেলার একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদকের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান ও সেক্রেটারি হিসেবে আলমগীর হোসাইন রাকিবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
সমাপনী সেশনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (কাপ) সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ বান্না।