আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্গন করে ভারত সরকার কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর ও সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় কাটা তারের ১৫০ গজের বাহিরে বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পণা বাস্তবায়নের কাজ শুরু করেছে ভারত।

অভিযোগ আছে, ২০৮৫ নাম্বার পিলারে ভারতের বিএসএফ সীমান্তের নিকট বসবাসরত বাংলাদেশীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে এতে নিরাপত্তাহীনতায় বসবাস করছে বাংলাদেশের কুমিল্লার সীমান্তের এ দুই এলাকার সাধারণ জনগণ। অভিযোগ অস্বীকার করে কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, তারা ভারত সরকারের অনুমতি নিয়ে কাঁটাতারের কাজ করছে, তবে হুমকি-ভয়ভীতি এসব দিতে শুনিনি।

এমন বিষয় হলে বিষয়টি আমরা দেখছি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই সীমান্ত ঘেঁষা সাধারণ মানুষ ভয়ে জীবন যাপন করছে বলে অভিযোগ করেন। জানা যায়, এ লক্ষ্যে মুল কাঁটাতারের কাছেই সকল সরঞ্জাম এনে রাখা হয়েছে। এ নিয়ে সদর উপজেলার শাহপুর ও সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকার বাংলাদেশীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলেও বিজিবি বলছে, দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এক স্থরের কাঁটা তারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।  আর সেই সিদ্ধান্ত ভারত বাস্তবায়ন করছে।

সরেজমিনে সীমান্ত এলাকায় গেলে কয়েকজন ভারতীয় নাগরিক বলেন, তারা ভারতীয় নাগরিক হওয়ার পরও অনেকটা সুবিধা বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন। কাটা তারের বেড়া থাকায় তারা সকালে জীবিকার জন্য বের হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ভেতরে প্রবেশ করতে হয়। একটু দেরি হলে গেইট বন্ধ করে দেয় বিএসএফ। তাদের মতে, এই অবস্থা চলতে থাকায় তাদের সন্তানদের লেখা পড়ায় নানা সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। নতুন করে কাটা তারের বেড়া নির্মাণ হলে মূল গেইট উন্মোক্ত করে দেয়া হবে আর এতে করে তারা সকল সুবিধা সহজে ভোগ করতে পারবেন।

এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশীরা বলেছেন, বিএসএফ তারা বাংলাদেশের সীমানায় এসে আমাদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা বের হলে বলে ‘ভাগ যা’। কেউ ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা। বাংলাদেশীরা আরও বলেন, আন্তর্জাতিক সীমান্তে নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন রয়েছে। সেই মোতাবেক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নো-ম্যানস ল্যান্ড থেকে ১৫০ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল। ভারতীয় পক্ষ দীর্ঘকাল ধরে দাবি করে আসছিল সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে নো-ম্যানস ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। এখন ভারত সরকারের সেই দাবি বাংলাদেশের নিকট থেকে আদায় করে নিলো এবং সীমান্তের শূন্য রেখা থেকেই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।

কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারত-বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত এলাকায় কাটাতারের ১৫০ গজের ভেতর যেসব ভারতীয় নাগরিক রয়েছেন তাদেরকে ভারত কাটা তারের বেড়ার মধ্যে নিয়ে যাওয়ার পরিকল্পণা অনেক দিন থেকে করে আসছিল। সেই মোতাবেক উচ্চ পর্যায়ে বৈঠকে কাটা তারের ১৫০ গজের ভেতর যে সব ভারতীয় নাগরিক অবস্থান করছেন সেসব ভারতীয় নাগরিকদের এক স্থরের কাটা তারের বেড়া দিয়ে আলাদা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে এক স্থরের কাটা তারের বেড়া নির্মাণ হলে ভারতীয় নাগরিকরা আলাদা হয়ে যাবে। বাংলাদেশীদের সাথে তারা মিশে গিয়ে আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এলাকাগুলোতে মাদক চোরাচালানও কমবে বলে ওই কর্মকর্তা জানান।

 

বার্তাবাজার/এস এইচ