নীলফামারীর ডিমলায় ৩০ পিচ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিলসহ মো. ফরিদ উদ্দিন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফরিদ উদ্দিন নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৩০ পিচ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ফরিদ জানায়, সে দীর্ঘদিন ধরে এই পেশায় সম্পৃক্ত।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

 

বার্তাবাজার/এস এইচ