নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ ইবনে ফয়সাল মুনের বিরুদ্ধে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, গয়াবাড়ী ইউনিয়নের ৩৮৫ জন ভিডব্লিউবি কার্ডধারী সুবিধাভোগী হিসেবে প্রতি মাসে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু একাধিক কার্ডধারী জানিয়েছেন, তারা নির্ধারিত কয়েক মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন। সারজিনা আক্তার (কার্ড নম্বর ৪৪), রেহেনা আক্তার (কার্ড নম্বর ০৮), দুলালী বেগম (কার্ড নম্বর ৩৮), রুমি আক্তার (কার্ড নম্বর ২৫), দিলপী বেগম (কার্ড নম্বর ১০), এবং মারুফা আক্তার (কার্ড নম্বর ২০) জানান, তাদের বরাদ্দকৃত মাস যথাক্রমে মে, জুন, জুলাই এবং সেপ্টেম্বর। তবে তারা এখনও ওই মাসগুলোর চাল পাননি।

ভুক্তভোগী সারজিনা আক্তার বলেন, “চাল বিতরণের পরদিন পরিষদে গেলে আমাকে জানানো হয়, চাল শেষ হয়ে গেছে। পরবর্তীতে বারবার যোগাযোগ করলেও চেয়ারম্যান কোনো সমাধান দেননি।” দুলালী বেগম নামে আরেক সুবিধাভোগী বলেন, “আমরা চাল না পেয়ে খুব কষ্টে আছি। চেয়ারম্যান এবং মেম্বাররা শুধু আশ্বাস দেন, কিন্তু চাল দেন না।” এ বিষয়ে গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন বলেন, “প্রতি মাসের চাল সময়মতো বিতরণ করা হয়। তবে অনেক সুবিধাভোগী নির্ধারিত সময়ে চাল নিতে আসেন না। এতে কিছু গ্যাপ তৈরি হয়। যাদের চাল পাওয়া বাকি রয়েছে, তাদের চাল বা সমতুল্য টাকা পরিশোধ করা হবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় বলেন, “ভিডব্লিউবি কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ করা হয়। যদি কেউ চাল না পেয়ে থাকে, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

বার্তাবাজার/এস এইচ