ঈদ উপলক্ষে সঙ্গীতশিল্পী সাকিবুল হাসান সুজন এর একটি গান মুক্তি পেয়েছে । গল্প নির্ভর গানটির শিরোনাম ‘যারে পাখি যারে উরে’। আফিফ খানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীতশিল্পী নিজেই ।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ হয়েছে। এতে মডেল হয়েছেন আফিফ খাঁন ও আর্জনীল অর্পিতা । মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সুনামধন্য নির্মাতা রাইসুল ইসলাম অনিক ।

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, সবসময় দর্শকদের ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করি। অন্যসব কাজের চাইতে গল্প নির্ভর গান করাটা একটু চ্যালেঞ্জিং। সবকিছু মিলে কাজটি ভালো হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিও জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে মুক্তি পেয়েছে।

বার্তা বাজার/জে আই