সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজার এলাকায় বিএনপি কর্মী আব্দুল বারী সেখকে কুপিয়ে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও মামলার নামধারী ১৫ আসামি এখনও গ্রেফতার হয়নি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বহুলী বাজার এলাকায় আব্দুল বারীকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে জাকির হোসেন ১৭ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় জমি সংক্রান্ত বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি নূরনবী, নজরুল ইসলাম, মোকাদ্দেস হোসেন এবং এসএম রঞ্জু এখনও গ্রেফতার হয়নি। নিহতের ছেলে জাকির হোসেন বলেন, “বাবাকে হারিয়ে আমরা শোকাহত। কিন্তু আসামিদের গ্রেফতার করে বিচার চাই।”
এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল বারীকে হামলার শিকার হতে হয়। মামলার নথি অনুসারে, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাইদার আলী বলেন, “আব্দুল বারী তৃণমূল বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। আমরা এই হত্যার দ্রুত বিচার চাই।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন মিয়া বলেন, “বাকি আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
বার্তাবাজার/এস এইচ