বান্দরবানের লামায় চুরির মামলায় মালামাল উদ্ধার অভিযানে গিয়ে দেশীয় অস্ত্রসহ বেবী আকতার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ড কুমারমারঝিরি এলাকার নুরুল আমিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সোমবার প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন লামা থানা পুলিশ। গ্রেফতারকৃত বেবি আকতার (৩৫) নুরুল আমিনের স্ত্রী। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একনলা বন্দুক (দৈর্ঘ্য ৪ ফুট ১০ ইঞ্চি) একটি, এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প, কন্ট্রোল বক্স ইত্যাদি। পুলিশ জানায়, চুরির ঘটনায় ফাল্গুনী লেটেক্স রাবার বাগানের কেয়ারটেকার রিমস্ত রোয়াজা (৩৭) থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল আহমদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নুরুল আমিন পালিয়ে গেলেও তার স্ত্রী বেবী আকতারকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া মালামাল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে লামা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি চুরির অভিযোগে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় এবং অন্যটি অস্ত্র উদ্ধারের জন্য অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ (ক) ধারায়। অভিযানের বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

বার্তাবাজার/এস এইচ