ময়মনসিংহের ভালুকায় ডাম্পট্রাকচাপায় ইকবাল হোসেন মুন্সী কালা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার মেহেরাবাড়ি এলাকার লাল মাহমুদ মুন্সীর ছেলে।

৫ জানুয়ারী (রবিবার) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড়ে ওই দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঘটনার রাত ৮টার দিকে ঢাকাগামী ডাম্পট্রাক উপজেলার মল্লিকবাড়ি মোড়ে একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে, মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন মুন্সী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ট্রাকসহ চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ