নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে আব্দুর রহমানের মৃতদেহ উদ্বার করা হয়েছে।
রবিবার (৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা উপজেলার এম আলী লাল চরের কাছে বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্বার করে। পরে ট্রলারের কেবিনের মধ্যে নিখোঁজ জেলের মৃতদেহ পাওয়া যায়।
এর আগে বৃহস্পতিবার সকালে নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ জেলে জীবিত উদ্ধার হলেও ট্রলারের কর্মরত বাবুর্চি আব্দুর রহমান (৫০) নিখোঁজ ছিল।
নিহত জেলে আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি মোজাম্মেল হোসেন জানান, গত চারদিন ধরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্বারে চেষ্ঠা করে আসছে তারা। স্থানীয় জেলেদের সহযোগীতায় রবিবার সকালে ট্রলারটি উদ্বার করে টেনে তীরে আনে। পরে ট্রলারের কেবিনের মধ্যে থেকে নিখোঁজ জেলে আব্দুর রহামানের মৃতদেহ উদ্বার করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, গত চারদিন ডুবে যাওয়া ট্রলারটি উদ্বার ও নিখোঁজ জেলের সন্ধানে চেষ্টা করে আসছি। প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগীতা পাইনি।
এদিকে নিহত জেলের মৃতদেহ বাড়ীতে পৌঁছলে শোখের মাতম বয়ে যায়। স্থানীয় অনেক লোক এসে বাড়ীতে ভিড় করে। পরে সকাল ১১টার সময় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনের উপস্থিতিতে লাশের দাপন সম্পন্ন হয়।
বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, নিহত জেলে আব্দুর রহমানের পরিবারের এক মাত্র উপর্জনকারী ছিল তিনি। আর্থিক ভাবে দূর্বল এই পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগীতা করা হবে।
বার্তাবাজার/এম আই