নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি প্রজেক্ট থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) সকালে সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বমাইজচরা গ্রামে হেকিম মার্কেট সমংলগ্ন একটি প্রজেক্ট থেকে তাদের মৃত উদ্ধার করা হয়।
নিহতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৫) ও আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় স্বেচ্ছাসেবক মোমিনুল ইসলাম তারেক জানান, গত শুক্রবার সকাল থেকে শিশু দুইটি নিখোঁজ ছিল। জুমার নামাজের পর তাদের মায়েরা আহাজারী করতে করতে মসজিদের সামনে চলে আসে। তখন আমরা মসজিদে মাইকিং করি। পরে স্থানীয় ভাবে প্রতিটি এলাকায় মাইকিং করে হারানো সংবাদ প্রচার করা সহ সামাজিক যোগযোগ মাধ্যমে সন্ধান করা হয়েছিল। আজকে সকালে রাস্তার পাশদিয়ে দুজন লোক যাওয়ার সময় কিছু একটা ভাসতে দেখে আশপাশের লোকজনকে জানায়, পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, জমিতে উচু আইল দিয়ে প্রজেক্ট করায় এক পাশে অনেকটুকু গর্ত করা হয়। আর এ গর্ত থাকার কারণে তারা পানির গভীরতা অনুমান করতে না পেরে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, নিখোঁজ থাকার পুর দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই